বুধবার, ২১ মে ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

নবীগঞ্জ থেকে হেফাজত নেতা মাওঃ আব্দুল মুকিতকে আটক করেছে ঢাকা ডিবি পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ৩ মে, ২০২১
  • ৪২৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের হেফাজত নেতা মাওঃ হাফেজ আব্দুল মুকিত নামের একজনকে আটক করেছে ঢাকা ডিবি পুলিশ। গত ১ মে দিবাগত রাত ২ টায় দিকে ঢাকা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাকোয়া বাজার মারকাযুস সুন্না আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই মাদ্রাসার প্রতিষ্টাতা মুহতামিম। তবে কি কারনে বা কেন তাকে গ্রেফতার করা হয়েছে তার পরিবারের লোকজন বলতে পারছেন না।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামের রাঙ্গা মিয়ার ছেলে হাফেজ মাওঃ আব্দুল মুকিত ছাত্র জীবনে প্রথমে জামেয়া দারুল কোরআন মাদ্রাসা সিলেট ও পরবর্তীতে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা সিলেট থেকে টাইটেল পাশ করেন। পরবর্তীতে সিলেটের একটি মসজিদে ইমামতি পেশার সাথে যুক্ত হন। পাশাপািশ তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই এর রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন বলে প্রাপ্ত সুত্রে জানাগেছে। প্রায় দুই বছর আগে সিলেট থেকে নবীগঞ্জস্থ তার জন্মস্থান সাকুয়া বাজার সংলগ্ন মারকাযুস সুন্না আল ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্টা করেন। প্রতিষ্টাকাল থেকেই তিনি অত্র মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি সারা দেশে হেফাজত ইসলাম বাংলাদেশের চলমান আন্দোলনে নবীগঞ্জ শাখার বিভিন্ন আন্দোলন কর্মসুচীতে সরব ভুমিকা পালন করতে দেখা গেছে। এদিকে ১ মে দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল তার মাদ্রাসা থেকে হাফেজ আব্দুল মুকিতকে আটক করে ঢাকায় নিয়ে যায়। এ সময় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাদ্রাসায় অবস্থানরত অন্যান্য শিক্ষকদের ঢাকা ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি ঢাকার আইনশৃংখলা বাহিনীর একটি টিম হাফেজ আব্দুল মুকিতকে আটক করে নিয়ে গেছেন। তবে তিনি নবীগঞ্জ থানাকে আনুষ্টানিকভাবে আটক করার বিষয়ে অবগত করা হয়নি বলেও জানান।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ জানান, ঢাকা থেকে আইনশৃংখলা বাহিনীর একটি বিশেষ টিম হাফেজ আব্দুল মুকিতকে আটক করেছেন। এছাড়া হাফেজ আব্দুল মুকিত এর পরিবার ও সহপাটিরা কি কারনে বা কেন তাকে আটক করা হয়েছে তারা জানেন না। ধারনা করা হচ্ছে, চলমান হেফাজতে ইসলামিয়া বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের গুরুত্বপুর্ণ ভুমিকা পালন এবং এ সংক্রান্ত বিভিন্ন অভিযোগের সুত্রধরেই তাকে আটক করেছেন ঢাকা ডিবি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com