রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

আজ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস বাপার বিভিন্ন কর্মসূচি গ্রহণ

  • আপডেট টাইম রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৪ মার্চ (রবিবার) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। ১৯৯৭ সালে ব্রাজিলের কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়ার লক্ষ্যে এ দিবস পালিত হয়ে আসছে। নদীকৃত্য দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘দখল ও দূষণমুক্ত করে নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান’। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার দিবসটি পালনে ‘নদী ও জীবনের কথা’ শিরোনামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে নদীর ছবি আঁকা, অঙ্কিত ছবি প্রদর্শনী, বিতর্ক, নদীকেন্দ্রিক প্রকাশিত সংবাদ কাটিং প্রদর্শনী, নদী নিয়ে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা। হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে রবিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উল্লেখিত কর্মসূচি অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬ টায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন মুরশিদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জমান মজুমদার। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। বাপা হবিগঞ্জের পক্ষ থেকে বলা হয়, জেলার নদী গুলো চরম সংকটাপন্ন অবস্থায় পতিত হয়েছে। দখল-দূষণে নদীগুলো বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে। সবাই বলে থাকেন-নদী হচ্ছে একটি জাতির সভ্যতা ও অস্তিত্বের অংশ। তাহলে নদী না বাঁচলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু বিভিন্ন ভাবে নদীকে ধ্বংস করা হচ্ছে। তাই দিবসটি পালনের মাধ্যমে মানুষকে নদী সম্পর্কে আগ্রহী করা, নদীর অধিকার সম্পর্কে সচেতন করা এবং বিভিন্ন মাধ্যমে উচ্চারিত করার জন্যই এই আয়োজন। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাপা হবিগঞ্জের পক্ষ থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com