সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ॥ দেশ ও জাতির উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান বলেছেন, হবিগঞ্জের মানুষের সেবা করার জন্য আমি প্রস্তুত। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাদের কলমের লেখনির মাধ্যমে সমাজে চিত্র ফুটে উঠে। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার মাসে হবিগঞ্জে জেলা প্রশাসক হিসেবে আমার ১ম কর্মদিবস হওয়ায় আমি খুবই ভাগ্যবান। বর্তমান সরকার নারী উন্নয়নসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাই সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের সামনে সাংবাদিকদের তুলে ধরতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। সামাজিক দায়বদ্ধতা থেকেই দেশ ও জাতির উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসন কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করে। হবিগঞ্জ জেলা প্রশাসনের সুনাম অক্ষুন্ন রাখতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সকল শ্রেণী পেশার মানুষকে এক হয়ে কাজ করতে হবে। এরপূর্বে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসকের কাছে হবিগঞ্জের প্রধান সমস্যা জলাবদ্ধতা, সুতাং নদীর বর্জ্য, বাঁধ সংস্কার, অবৈধ বালু উত্তোলন, কৃষি জমিতে ইটভাটা স্থাপন, স্বাস্থ্যখাতে অনিয়মসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে নবাগত জেলা প্রশাসক পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন। সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, স্বদেশ বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, হবিগঞ্জের মুখ সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, আমাদের সময়ের জেলা প্রতিনিধি এডভোকেট রুহুল হাসান শরীফ, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জের আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক কুহিনুর আলম, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি জুয়েল চৌধুরী, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি), বিজেন ব্যানার্জী, জেলা তথ্য অফিসার পবন চৌধুরীসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com