শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

বানিয়াচংয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ দু’টি পাতা একটি কুড়ির দেশ মৌলভী বাজারের শ্রীমঙ্গল। শুধু তাই নয় এ উপজেলা নৈসর্গিক পর্যটন নগরী হিসেবে দেশ এবং বিদেশে খ্যাতি রয়েছে। সেই শ্রীমঙ্গলে গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) বানিয়াচংয়ের বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুধু আনন্দ বললে কম হবে। আদতে এর চেয়েও ঢের বেশি কিছু। কারণ, বছরের একটি দিন সাংবাদিকদের নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যঘেরা যে কোন পর্যটন নগরীতে ভ্রমণ করা হতো। এ বছরটিতে ভ্রমণ ভেস্তে যেতে বসেছিল। এমনি সময় ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শুয়েব রাজা। এ উদ্যোগকে স্বাগত জানান সিনিয়র সাংবাদিকরা। যেইভাবা সেই কাজ। প্রায় ১০ দিন আগে আজকের এ দিনে তারিখ করা হয়। সবাই অপেক্ষায় থাকেন সেই মাহেন্দ্রক্ষণের। এক একটি দিন করে চলে আসে আজকের এই দিন। সবার মধ্যে উৎসাহ-উদ্দিপনা বিরাজ করতে থাকে। একেকজন সাংবাদিক কম করে হলেও স্থানীয় এবং জাতীয় ২/৩ টি পত্রিকায় কাজ করে থাকেন। নিউজ এর কাজে ধারাবাহিক সময় দেয়ায় আসে কান্তি, দেহে আসে অবসাদ। আর সেই অবসাদকে দূর করতে ভ্রমণের বিকল্প নেই। ফলে ভ্রমণ নিয়ে সবার মধ্যে বাড়তি আগ্রহ কাজ করে থাকে। সকাল ৭টায় সবাই সবার মতো করে নির্দিষ্ট সময়ে পৌঁছেন। সকাল ৮টার মধ্যে হবিগঞ্জের একটি অভিজাত হোটেলে নাস্তার কাজ সেরে গন্তব্যের দিকে ছুটে চলা। সকাল সাড়ে ১০টায় মৌলভী বাজারের শ্রীমঙ্গলের নৈসর্গিক ভূমি ‘লেমন গার্ডেন রিসোর্টে’ উপস্থিত। সবাই সবার মতো করে মেতে উঠেন আনন্দে। কেউ ফুল বাগানে ছবি তোলায় ব্যস্ত, আবার কেউবা সুইমিংপুলে সাঁতারে নিমগ্ন। এমনি করে কোন সময় যে ১টা বেজে যায় কেউ টেরও পাননি। একের পর এক পর্যটকরা আসতে থাকেন সেখানে। বিকাল প্রায় ২টায় ডাক বাংলোতে রুদ্ধদার বৈঠক চলে প্রায় ঘন্টাখানেক। এর মাঝে চাঁ-বিস্কিট তো আছেই। বৈঠক শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।বিকাল ৩টায় শ্রীমঙ্গলের পানসি হোটেলে সবাই এক সাথে মধ্যাহ্নভোজ সেরে আপননীড়ে ছুটে চলা। এমনি করে একটি দিন প্রকৃতির সান্নিধ্যে কাটিয়েছেন বানিয়াচংয়ের বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ ভ্রমণে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শুয়েব রাজা, দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক খোয়াই’র সিনিয়র স্টাফ রিপোর্টার শিব্বির আহমদ আরজু, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জীবন আহমেদ লিটন, দৈনিক প্রতিদিনের বাণীর প্রতিনিধি আবদাল মিয়া, বাংলাদেশ টুডের প্রতিনিধি আতাউর রহমান মিলন, বাংলা টিভির প্রতিনিধি আল আমিন খান, এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com