মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

মাধবপুরে ভেকু দিয়ে মাটি বিক্রয় হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান

  • আপডেট টাইম শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ভেকু দিয়ে মাটি বিক্রয় করতেছে বিলাল মিয়া গংরা। পরিবেশের ছাড়পত্র ছাড়া পরিবেশ বিনষ্ট পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন। কমলপুর হযরত শাহজালাল (র:) আলিম ছাত্র-শিক্ষক অভিভাবক ও এলাকার লোকজন। উক্ত প্রতিষ্ঠানের মাদরাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আনিসুর রহমান আদিল জানান, গতকাল প্রতিষ্ঠানের সামনে থেকে ভেকু দিয়ে মাটি বিক্রয় করতেছে বিলাল মিয়া গংরা। তখনই আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করলেও তা বন্ধ হয়নি। গত ৭জানুয়ারী তারিখ সহকারী জজ আদালত মাধবপুর মামলা নং ১/২০২১ স্বত্ব মোকাদ্দমা দায়ের করেন জমি মালিক লুৎফুর রহমানসহ চারজন। বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধজ্ঞা জারি করে নোটিশ জারি করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ হবিগঞ্জ ৩জানুয়ারী তারিখ মামলা নং ০১/২১ দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায় অভিযুক্ত ফয়েজ আহমেদসহ ৯জনের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/২৬৯/৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় আনিত অভিযোগ বিষয়ে তদন্তে প্রাথমিক সত্যতা নিরূপনের দাবী রাখে। স্বাক্ষীগনের জবানবন্দি লিপিবদ্ধ করে তদন্ত প্রতিবেদন দিতে সহকারী কমিশনার (ভূমি) মাধবপুরকে আদেশ প্রদান করেন। এইচ এন্ড এইচ এগ্রো কোম্পানি কর্তৃক প্রতারনা করে অলিখিত চুক্তিপত্র উদ্ধার করতে মোজাহিদুর রহমান বাদী হয়ে অতিরিক্ত জেলা হাকিম আদালত ০৪.০১.২০২১ তারিখ মামলা নং ০৪/২১মাধব দায়ের করেন। বিজ্ঞ আদালত বিবাদীগনের বিরুদ্ধে সমন জারী করেন। প্রতিষ্ঠানের পাশে পরিবেশ বিনষ্ট এইচ এন্ড এইচ এগ্রো কর্তৃক পোল্টি খামার স্থাপন বন্ধ করতে অধ্যক্ষ আনিসুর রহমান আদিল পরিবেশ অফিস সিলেট অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গতকাল বিকালে পরিবেশ সিলেট বিভাগীয় অফিসের উর্ধ্বতন কর্মকর্তা সরজমিনে করেন। উক্ত অভিযোগের তদন্ত চলমান অবস্থায় পরিবেশ বিনষ্ট এইচ এন্ড এইচ এগ্রোর কার্যক্রম বন্ধ রাখার দাবী জানান বাদীসহ এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com