শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রীর বিয়ের আয়োজন পুলিশ দেখে হয়ে গেল মিলাদ অনুষ্ঠান

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের সব আয়োজন সম্পন্ন। বিয়ের কেনাকাটাও শেষ। গতকাল বৃহস্পতিবার ছিল বিয়ের দিন। বরযাত্রীদের খাবার সব আয়োজনও শেষ। চলছিল ধুমধাম। কিছুক্ষণ পরই বর আসবে, এমন অপেক্ষায় ছিল কনের বাড়ির লোকদের। হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট। কনের বাড়িতে উপস্থিত উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন। প্রশাসন ও পুলিশের উপস্থিতি দেখে কনের বাবা ও স্থানীয় মুরব্বিরা বলতে থাকেন বিয়ে না এখানে মিলাদের আয়োজন করা হয়েছে। কিন্তু প্রশাসনের জেরার মুখে তাদের এমন বুদ্ধি কাজে লাগেনি। শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের কথা স্বীকার করেন তারা। অবশেষে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এমন মুচলেকা দিয়ে কনের বাবা রক্ষা পান। গতকাল বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নূরপুর ইউনিয়নের নছরতপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে খোকন মিয়ার সঙ্গে একই গ্রামের ৮ম শ্রেণির জনৈক ছাত্রীর বিয়ের দিন ধার্য ছিল গতকাল বৃহস্পতিবার। বাড়ির আঙিনায় ছামিয়ানা টানিয়ে অনুষ্ঠানের আয়োজনও করা হয়। এরই মধ্যে কনে অপ্রাপ্তবয়স্ক এমন খবর শায়েস্তাগঞ্জ থানার পুলিশ জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই বাল্য বিয়ে বদলে মিলাদ মাহফিল হয়ে যায়। তারপর আমাদের জিজ্ঞাসাবাদে সত্যতা বেরিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন, আজ অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের বিয়ে আমরা বন্ধ করেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য আমরা সরকারের এ কাজগুলো করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com