অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ সারাদেশব্যপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ গ্রাম থিয়েটার হেমাঙ্গ বিশ্বাস অঞ্চল হবিগঞ্জ জেলার প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ মানববন্ধন, প্রতিবাদী গান ও সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর সকাল ১১টার সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্বরে অনুষ্ঠিত হয়। হেমাঙ্গ বিশ্বাস অঞ্চলের সমন্বয়কারী ও প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদের সদস্য ইয়াছিন খান, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি মোক্তাদির কিষাণ চৌধুরী, সাধারণ সম্পাদক বিদুৎ পাল,বসুন্ধরা নাট্যগোষ্ঠীর সভাপতি সুবল মালাকার, দেউন্দি ফে”ন্ডস সোসাইটির সভাপতি পরিমল বাগদি, দেউন্দি চা বাগান স্টাফ কর্মচারী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক তিমির চক্রবর্তী ও প্রতীক থিয়েটারের সাধারণ সম্পাদক প্রদীপ বুনার্জী। প্রতিবাদী সংগীত পরিবেশন করেন প্রতীক থিয়েটারের শিল্পী ব”ষ্টি রায়,বর্ষা ঘোষ,পপি,বাউরী, মিলি ভৌমিজ, মোমেনা সুলতানা রিয়া,সাধনা মহালী প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন আমোদ মাল,বিজিত আচার্য,শাকিল বাউরি,অপু ঘোষ ও সাধন মুড়া। উপ¯ি’ত ছিলেন প্রতীক থিয়েটার, প্রতীক লিটল থিয়েটার, খোয়াই থিয়েটার,বসুন্ধরা নাট্যগোষ্ঠী, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ,দেশ নাট্যগোষ্ঠী শায়েস্তাগঞ্জ,দেউন্দি ফে”ন্ডস সোসাইটি, দেউন্দি স্টাফ কর্মচারী উন্নয়ন সমিতির সদস্যব”ন্দ ও ডিসেন্ট ফার্মাসিউটিক্যাল এবং নিউরন ড”াগের প্রতিনিধি মোঃ খলিলুর রাহমান মোঃ মিজানুর রাহমান ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে হবিগঞ্জ জেলা প্রশাসক মহোদয় এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।