শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

নবীগঞ্জে কলেজ ছাত্র অপহরণ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০১৪
  • ৪০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হোসাইন বখত নামে নবীগঞ্জের এক কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপন দাবী করছে একদল দুর্বৃত্ত। গতকাল রাতে এঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের কৌশর বখত এর পুত্র আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হোসাইন বখত গতকাল রাত ৮টার দিকে বাড়ী থেকে আউশকান্দি বাজারে আসে। এর পর রাত প্রায় ১১টার পর্যন্ত সে আর বাড়ী ফিরে যায়নি। বাড়ী লোকজন তার মোবাইলে ফোন করলে সে মোবাইলও রিসিভ করেনি। ফলে বাড়ীর লোকজন আউশকান্দি বাজারসহ তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। এর এক পর্যায়ে রাত ১২টার দিকে হোসাইনের ০১৭৩৫-৮৯০৭৭১ নম্বর মোবাইল থেকে তার মায়ের মোবাইলে ফোন করে হোসাইনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়ে বিকাশে ৫০ হাজার টাকা প্রেরণ করতে বলে। এ সময় দুর্বৃত্তরা হোসাইনের কান্নার শব্দ শোনায় তার মাকে। এর কিছুক্ষন পরই হোসাইনের মোবাইল থেকে দুর্বৃত্ত পূণরায় রিং করে ইংল্যান্ড প্রবাসী তার বোন জামাই সবুজের নিকট। সবুজের কাছেও দুর্বৃত্তরা ৫০ হাজার টাকা চাদা দাবী করে বিকাশে প্রেরণ করতে বলে। অন্যাথায় হোসাইনকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। সাথে সাথে সবুজ দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম ফখরুল ইসলামের নিকট গিয়ে ঘটনার বর্ণনা দেন। এ সময় ফখরুল ইসলামও হোসাইনের নম্বারে ফোন করলে রিসিভ করে দুর্বৃত্তরা। কিছুক্ষন আলাপের পর এরা হোসাইনের মোবাইলটি বন্ধ করে দেয়। পরে ফখরুল ইসলাম প্রবাসী সুবজকে নিয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়িতে গিয়ে ওই ঘটনা সম্পর্কে পুলিশকে অবহিত করেন।
এদিকে অপহরণের ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনার পর থেকে এলাকাবাসী হোসাইনের বাড়ীতে গিয়ে ভীড় জমায়। রাত ৩টায় এক খবর লেখা পর্যন্ত হোসাইনের কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com