বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

আজমিরীগঞ্জে প্রশাসনের অভিযানে অবৈধ ৫ হাজার প্লাস্টিক পাইপসহ ৫টি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন এবং ৫ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে ৫নং শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাড়ায় অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এগুলো জব্দ ও ধ্বংস করা হয়। জানা যায়, বিগত অনেক দিনধরে শিবপাশার নোয়াপাড়ায় একটি বালু খেকো চক্র অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলন করে আশ-পাশের ভিট ভরাটসহ অন্যান্য জায়গায় ট্রাক ভর্তি করে বালু বিক্রি করে আসছে এবং হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা যার ফলে সরকার হারাচ্ছে রাজস্ব। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৫ টার দিকে সেখানে অভিযান চালালে খবর পেয়ে বালু খেকোররা পালিয়ে যায়। এবং সেখান থেকে ৫০০০ মিটার প্লাস্টিক পাইপসহ ৫ টি ড্রেজার মেশিন জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ জানান, জনস্বার্থে তাঁদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com