রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রুপম ॥ পদ দেয়ার কথা বলে আমার কাছ থেকে কোন প্রকার টাকা হাতিয়ে নেননি মাহি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পদ দেয়ার কথা বলে কোন প্রকার টাকা নেননি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। গতকাল বুধবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন, মাধবপুর উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম রুপম। ছাত্রলীগ নেতা রুপম বলেন-আমি মাধবপুর উপজেলা ছাত্রলীগের একজন সভাপতি প্রার্থী। কিন্তু গত ১০ আগস্ট দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় মুর্তিমান আতঙ্ক হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাইদুর-মাহি। জাপ্পির ২০ লাখ টাকার পর এবার রুপমের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতানোর তথ্য ফাঁস, প্রহসনের বিচার আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা জাপ্পির ভাইয়ের শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়। সংবাদে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। যাহা আমাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। এছাড়াও পত্রিকার সংবাদে উল্লেখ করা হয়েছে, মাধবপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পাইয়ে দেয়ার প্রলোভন দিয়ে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। যাহা আদৌ সত্য নয়। মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর। আমি এ ধরণের সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন-ওই পত্রিকা আওয়ামীলীগের ইমেজ নষ্ট করাসহ বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অব্যাহত সংবাদ প্রকাশ করে যাচ্ছে। মনগড়া সংবাদে আমাকে জড়িয়ে জেলা ছাত্রলীগের সুযোগ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করেছে। ওই সংবাদটি প্রকাশ হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে পত্রিকা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং পত্রিকার সম্পাদকের নাম্বারে ফোন করেছি, কেন তারা এ ধরণের সংবাদ প্রকাশ করলো তা জানার জন্য। কিন্তু সম্পাদকের ফোন বন্ধ পাওয়া যায়। তিনি আরো বলেন-আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী মাধবপুর উপজেলা বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছি। সম্প্রতি মাধবপুর উপজেলা ছাত্রলীগসহ জেলা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রকারীরা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মাধবপুর উপজেলা ছাত্রলীগের কতিপয় কর্মীদের ব্যবহার করে জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি’র বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকাকে ব্যবহার করে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করছে। যা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর মনের মাঝে আঘাত করছে। ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহি সংগঠন। ওই সংগঠনের হবিগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব নেয়ার পর তৃণমূল থেকে জেলা পর্যায়ে ছাত্রলীগ সুসংগঠিত হয়েছে। তাদের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা করোনাকালীন সময়ে দরিদ্র, অসহায় ও কর্মহীন লোকজনদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। এছাড়া বৈশাখ মাসে কৃষকদের শ্রমিক সংকট নিরসন করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীরা জমির ধান কেটে বাড়িতে এনে দিয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে ছাত্রলীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com