মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

বানিয়াচংয়ে মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যার চেষ্টা ভ্রাম্যমান আদালতে সাজা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৫০২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে মাদকের টাকা যোগান দিতে না পারায় গর্ভধারিণী মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কুলাঙ্গার পুত্র ছাদী মিয়া (১৯)। বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলায় প্রাণে রক্ষা পান মা মুর্শেদা খাতুন। পরে এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মি’র ভ্রাম্যমাণ আদালতে কুলাঙ্গার ছাদীকে ৬ মাসের কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি এ সাজা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বানিয়াচং থানা পুলিশ ও বানিয়াচং প্রেসক্লাবের ২০২১-২২ সেশনের সভাপতি ইমদাদুল হোসন খানসহ এলাকার শত শত মানুষ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলা সদরের গরীব হোসেন মহল্লা গ্রামের মোঃ চনু মিয়ার বখে যাওয়া পুত্র ছাদী নেশার টাকার জন্য প্রায়ই মাকে জ্বালাতন করে। টাকা-পয়সা না দিলেই ঘরের জিনিসপত্র ভাংচুরসহ মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বুধবার সকাল ১০টার দিকেও নেশাদ্রব্য ক্রয়ের জন্য ১ হাজার টাকা দিতে মাকে চাপ প্রয়োগ করে। মা অপারগতা প্রকাশ করলে দা নিয়ে মায়ের দিকে তেড়ে যায় সে। এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে কুলাঙ্গার পুত্রের হাত থেকে রক্ষা করেন মাকে। পরে মা থানায় গিয়ে পুত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সন্ধ্যার দিকে কুলাঙ্গার ছাদী পুনরায় বাড়িতে গিয়ে দা দিয়ে মাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর সময় বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর উল্লেখিত অর্থদন্ডসহ সাজা প্রদানকরা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com