রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন রাখেশ হত্যা মামলায় নির্দোষ ব্যক্তিদের মুক্তি ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা কাকাইলছেও ইউনিয়নে মামুদপুর গ্রামের রাখেশ সূত্রধর হত্যাকান্ডের ঘটনায় নির্দোষ ব্যক্তিদের জড়িয়ে হত্যা মামলা দয়ের করায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে নিঃশর্ত মুক্তি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। গতকাল বুধবার সকাল ১০টায় কাকাইলছেও বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাপ্তান সারোয়ার বলেন, গত ১৩ই মে কাকালইলছেও ইউনিয়নের মামুদপুর গ্রামে একটি অনাকাংখিত ও অনভিপ্রেত একটি খুনের ঘটনা ঘটে। ওই গ্রামের রাখেশ সূত্রধর আঘাতপ্রাপ্ত হয়ে এএমজি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় প্রকৃত হত্যাকারীদের পর্দার আড়ালে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দোষ ও নিরপরাধ ব্যক্তি তাহেদ মিয়া, বাতেন মিয়া, জাহের মিয়া, সোহেল মিয়াকে খুনের মামলায় অভিযুক্ত করা হয়েছে। প্রকৃত পক্ষে উল্লেখিত ব্যক্তিরা উক্ত খুনের ঘটনার সাথে জড়িত নয়। ফলে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধীদের নিঃশর্ত মুক্তি ও রাখেশ হত্যাকান্ডের সাথে প্রকৃত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, কাকইলছেও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজমান মিয়া, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, মেম্বার সুশীল দাস, ফজল মিয়া, মেম্বার মহিবুর রহমান, ওয়ায়িদ মিয়া, ইকবাল তালুকদার, ইব্রাহিম মিয়া, সুলেমান মিয়া, উত্তম দেব সহ বাজারের ব্যবসায়ী সুশীল সমাজ ও এলাকাবাসী।
উল্লেখ্য গত ১৩ই মে মঙ্গলবার বিকাল সড়ে ৪টায় মামুদপুর গ্রামের রাখেশ সূত্রধর প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় তার স্ত্রী প্রতিভা রাণী সূত্রধর বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com