প্রেস বিজ্ঞপ্তি ॥ পইল ডালিয়াহাটি যুবসংঘের উদ্যোগে বিপিন পাল স্মৃতি সংসদে সৈয়দ আহমদুল হক ৪র্থ বারের মত বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গতকাল এক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সভপতিত্ব করেন ৪নং পইল ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী। বক্তব্য রাখেন হাজী আম্বর আলী, মোঃ শাহ জাহান মাস্টার, প্রাক্তন মেম্বার সিরাজ মিয়া, রণধীর কুমার ধর, মীর আলী, কদম আলী, মরতুজ আলী, নুর মিয়া, আলী, তেরা মিয়া, আঃ আহাদ, আনোয়ার, বিল্পব মিয়া, শাহ আলম, সমসর মিয়া, এনাম মিয়া। অনুষ্টান পরিচালনা করেন স্বপন কুমার অধিকারী। সংবর্ধিত ব্যক্তিকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়।