রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে সম্প্রতি বজ্রপাতে নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম নিহতদের পরিবারের কাছে এ অনুদানের চেক প্রদান করেন। এসময় বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, প্রেসক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ছাদু মিয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে সম্প্রতি বজ্রপাতে বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের সফিক মিয়ার মেয়ে রেখা আক্তার (১০), আলী আহম্মদ নাদিরা আক্তার (৯) এবং শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের মহাজিলের হরিপদ দাসের স্ত্রী দুলালী রবি দাস (৪০) এবং তার ছেলে সাজন রবি দাস (১৭) মারা যায়।