বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

নবীগঞ্জে সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বর্ষপূতি উপলক্ষে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। পরে সূধী সমাবেশ ও ‘স্মৃতিপাতা’র মোড়ক উন্মোচন করা হয়। গত শুক্রবার দিন ব্যাপী নবীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে দুই অধিবেশনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক এম এ মুহিতের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম সেবা)। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোঃ আলমগীর চৌধুরী, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্লাহ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের ও এম মুজিবুর রহমান প্রমুখ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল গফুর, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী, তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মোঃ লুৎফুর রহমান, সঈদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস মোল্লা, রুস্তমপুর মাদ্রাসার সুপার মোঃ সাজ্জাদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অষ্টগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ।
দুপুরে ২য় অধিবেশনে সূধী সমাবেশ ও ‘স্মৃতিপাতা’র মোড়ক উন্মেচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পূর্বে ১৯৫২ সালে মাতৃভাষা আন্দোলনে সকল শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডঃ সুলতান মাহমুদ, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ইমদাদুল ইসলাম সোহেল, সাবেক সভাপতি শাকিল চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল গফুর, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, আনন্দ নিকেতনের সভাপতি জীবেশ গোপ, সাংবাদিক জুয়েল চৌধুরী, লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান শাওন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমদ, সাংবাদিক মুহিবুর রহমান, তৌহিদ চৌধুরী, তাজুল ইসলাম ও আশরাফুল ইসলাম, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com