শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

সদর হাসপাতালে ফার্মেসীর দালাল প্রবেশ নিষিদ্ধ ॥ তবে বন্ধ হয়নি বিভিন্ন ক্লিনিক ও ডাক্তারদের নিয়োজিত দালাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ফার্মেসীর প্রতিনিধিদের যাওয়া আসা বন্ধ হলেও বন্ধ হয়নি বিভিন্ন ক্লিনিক ও ডাক্তারদের নিয়োজিত দালাল। তারা যেন গা ঝাড়া দিয়ে উঠেছে। আবারও দালালদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তাদের খপ্পরে পড়ে গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ মানুষরা নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। হাসপাতাল থেকে দালালদের তালিকা তৈরি করলেও মানছে না তারা। কতিপয় হাসপাতালের কর্মচারীদের ছত্রছায়ায় দেদারছে এ দালালী ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে হাসপাতাল এলাকার ফার্মেসীর মালিক সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ হাসপাতালের জুরুরী বিভাগের আসার সাথে সাথেই দালালরা তাদেরকে নিয়ে টানা হেচড়া শুরু করেন। বিভিন্ন ক্লিনিক ও ডাক্তারদের কাছে নিয়ে গিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে ফার্মেসীর মালিক সমিতির পক্ষ থেকে প্রতিনিধিদেরকে হাসপাতালের ভিতরে রোগীর প্রেসক্রিপসন নিয়ে টানা হেচরা করতে নিষেধ করা হয়েছে। এমনকি তাদেরকে হাসপাতালের ভেতরে যযাওয়াও বন্ধ করে দেয়া হয়েছে। যদি কেউ করে তাহলে তাদেরকে জরিমানাসহ ব্যবস্থাও নেয়া হচ্ছে। এছাড়া অন্যান্য দালালদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে ফার্মেসী মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপাতত ফার্মেসীর প্রতিনিধিদেরকে হাসপাতালে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। তবে আগামী মিটিংয়ে স্থায়ী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক বলেন, ফার্মেসীর প্রতিনিধি ছাড়া অন্যান্য দালালদের বিরুদ্ধে হাসপাতাল ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে এবং ফার্মেসীর প্রতিনিধিদেরকে হাসপাতালে যাওয়া একেবারেই নিষেধ করা হয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার আমাদের সভায় স্থায়ীভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com