সোমবার, ২৬ মে ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুক্তিযোদ্ধা সংসদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ৪৮২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানকে বিদায় সংবর্ধনা দিয়েছে মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ডার অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার নায়েব আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের নেতবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসবভনে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাধবপুরের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কখনো ভুলার নয়। ভবিষ্যতে যদি মাধবপুরের জনগণ আমার দ্বারা উপকার হবে ভেবে আমাকে স্মরণ করে আমি মনে প্রাণে মাধবপুরবাসীর উপকারের চেষ্টা করব। আমার দ্বার মাধবপুরবাসীর জন্য সব সময় খোলা থাকবে। আপনারা যখনই আমাকে স্মরণ করবেন আমি সাড়া দেব। এ সময় দপ্তর কমান্ডার আব্দুল আউয়াল চৌধুরী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার জারু মিয়া, সহকারী কমান্ডার আব্দুল হাসেম, শাহজাহানপুর ইউনিয়ন কমান্ডার লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌর সভার পক্ষ থেকেও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com