বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ পুলিশ বক্স উদ্বোধন সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমের উদ্যোগে ॥ বিনা বিচারে ৩০ বছর পর কারাগার থেকে মুক্তি ফেলেন কনু মিয়া বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ ॥ দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র থেমে নেই নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের কৃতিসন্তান সামিন আহমেদের যুক্তরাজ্য থেকে বিএসসি অনার্সে ফাস্ট ক্লাস অর্জন ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না-সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জ শহরে ‘স্বাদ’-এর পদার্পণ: ঘরেই মিলবে প্রিমিয়াম খাবার এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থতা দুঃখজনক -ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক শায়েস্তাগঞ্জে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি হৃদয় গ্রেফতার হয়নি নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ চারা বিতরণ হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নবীগঞ্জে সাংবাদিক সোহেল এর দাফন সম্পন্ন ॥ শোক

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার উদীয়মান তরুণ সাংবাদিক ডেইলি বাংলাদেশ পোস্ট এর নবীগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের বাণী ডট কম এর সম্পাদক মিজানুর রহমান সোহেল (২৫) এর জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামস্থ জামে-মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, শাহ মোস্তাকিন আলী প্রিন্স, দৈনিক সিলেটের ডাকের আনোয়ার হোসেন মিঠু, দৈনিক সমকালের এম,এ আহমদ আজাদ, সাংবাদিক ছাদিকুর রহমান, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির মুরাদ আহমদ, দৈনিক আলোকিত সকালের আশাহিদ আলী আশা, দৈনিক আমার সংবাদের এম মুজিবুর রহমান, কালেরকণ্ঠের আলমগীর মিয়া, মানবকণ্ঠের মহিবুর রহমান, প্রতিদিনের বাণীর সুলতান মাহমুদ, এনটিভির মহিবুর রহমান চৌধুরী তছনু, বাংলাটিভির মতিউর রহমান মুন্না, জায়যাত্রা টেলিভিশন ছনি চৌধুরী, দৈনিক সংগ্রামের শওকত আলী, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, আব্দুল মুকিত, দৈনিক প্রভাকরের মো. আশরাফুল ইসলাম, দেশ বাংলা সেলিম উদ্দিন, অনলাইন আওয়াজ বিডির নাবিদ মিয়া, সাবেক মেম্বার সিজিল আহমদ, শ্রমিক নেতা দিলসাদ মিয়া, নোমান মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে সাংবাদিক মিজানুর রহমান সোহেল শেষ নিশ্বাস ত্যাগ করে। সে দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। সাংবাদিক সোহেল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের মৃত মতলিব মিয়ার পুত্র। সাংবাদিক মিজানুর রহমান সোহেল এর মৃত্যুতে পৃথক শোক বার্তায় গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জেলা পরিষদ এর সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল মালিক, আব্দুল মতিন আছাব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, মো. সরওয়ার শিকদার, সেলিম তালুকদার। এছাড়াও নবীগঞ্জে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ সাংবাদিক মিজানুর রহমান সোহেল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নবীগঞ্জ সাংবাদিক ফোরামের শোক প্রকাশ
এদিকে নবীগঞ্জের তরুণ সাংবাদিক মিজানুর রহমান সোহেল এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না কর্তৃক স্বাক্ষরিত সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ডেইলি বাংলাদেশ পোস্ট এর নবীগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের বাণী ডট কম এর সম্পাদক মিজানুর রহমান সোহেল দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের মৃত মতলিব মিয়ার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com