মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩’শ পিছ ইয়াবাসহ দানা মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই আব্দুস ছামাদ আজাদ সুরমা চা বাগানের তিন বাংলা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার আতিউড়া গ্রামের হারুন মিয়ার ছেলে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি’র ইনর্চাজ ইন্সেপেক্টর গোলাম মোস্তফা জানান এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।