নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাজার সঈদপুর অটো-রিক্সা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। গত বুধবার ৯ সদস্য বিশিষ্টি কমিটি অনুমোদন করা হয়েছে। আউশকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দিলাওয়ার হোসেনকে সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, সমাজসেবক আশিকুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মছদ্দর আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, দীঘলবাক ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাদিক মিয়া, আউশকান্দি ইউপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, মোঃ সিরাজ মিয়া ও আমিনুর রহমান নোমান। উক্ত কমিটিকে নির্বাচন পরিচালনাসহ উক্ত সংগঠনের সর্বময় ক্ষমতা প্রদান করা হয়েছে।