মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০১৪
  • ৪৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আবুল লেইছের সভাপতিত্বে এবং হেড মাওলানা মোঃ আনোয়ার আলীর পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই এলাকার নির্বাচিত সংসদ সদস্য, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গফফার আহমেদ, হবিগঞ্জ কোর্টেও বিজ্ঞ পি পি এডভোকেট মোঃ আকবর হোসেন জিতু, জি পি এডভোকেট মোঃ আপিল উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শাহ মোঃ আরজু মিয়া, আলহাজ্ব মোঃ সফর আলী, মোঃ রজব আলী, মোঃ আব্দুল কদ্দুছ, সাবেক অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, মোঃ জহিরুল ইসলাম, মাহবুব কামাল চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান, সুফিয়া আক্তার, সুধির চন্দ্র দে, শিউলি রানী দাশ, মোঃ বদরুজ্জামান তালুকদার, শরীফা বেগম, রওশন আরা বেগম, সাবিনা ইয়াছমিন, সাবিনা চৌধুরী, সুবর্না নার্গিস, মোঃ আশিক আলী, তাহমিনা আক্তার, নার্গিস পারভীন, খুদেজা আক্তার, মনি রানী পাল, গৌরী রানী দাশ, কানিজ ফাতেমা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রমের সুবিধার জন্য অচিরেই আরো একটি একাডেমিক ভবন প্রদান করা হবে। এছাড়া অডিটরিয়াম সহ অন্যান্য সমস্যাগুলো পর্যায়ক্রমে দুরীকরণে চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com