রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসবে-পুলিশ সুপার

  • আপডেট টাইম বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৪৯৫ বা পড়া হয়েছে
????????????????????????????????????

মোঃ ছানু মিয়া ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) বলেছেন-একজন প্রকৃত মানুষ কখনও সমাজে খারাপ কাজে সাথে জড়িত হতে পারে না। প্রকৃত মানুষের চিন্তা চেতনা হলো সমাজকে আলোকিত করতে কাজ করা। সমাজের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। আর এই উন্নয়নের শিখরে পৌছতে হলে প্রত্যেককে শিক্ষা গ্রহন করতে হবে। তবে সেটা হতে হবে প্রকৃত শিক্ষা। শিক্ষার কোন বিকল্প নেই। তাই প্রত্যেক পরিবারের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। গতকাল মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয় মিলায়তনে “মাদক, দাঙ্গা, জঙ্গি বিরোধী” স্কুল ভিত্তিক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্মার্টফোন শিক্ষার্থীদের জন্য ভয়ংকর। শিক্ষার্থীরা যাতে স্মার্টফোনের অপব্যবহার করতে না পারেন এ জন্য তিনি অভিভাবকদের সচেতন থাকার জন্য আহ্বান জানান। পুলিশ সুপার বলেন-ইভটিজিং প্রতিরোধেও ছাত্র/ছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকলে মিলে ইভটিজিং প্রতিরোধ করতে হবে। পাশাপাশি জঙ্গিবাদও প্রতিরোধ করতে হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এটিএম জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার, ওসি তদন্ত আব্দুর রহিম, সাবেক ইউপি চেয়ারম্যান তকছির মিয়া, উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে তিনি রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, খাতাসহ শিক্ষা উপকরণ তুলে দেন এবং প্রতিযোগিতায় যারা অংশ গ্রহন করেছেন তাদের হাতেও খাতাসহ শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। পরে পুলিশ সুপার শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদরাসা এবং মুখলিছ জান বিবি প্রাথমিক বিদ্যালয়ে মাদক, দাঙ্গা, জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতন মুলক বক্তব্য প্রদান করেন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, খাতাসহ শিক্ষা উপকরণ তুলে দেন এবং প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদেরও খাতাসহ শিক্ষা উপকরণ তুলে দেন। পরে তিনি মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে দুপুরের খাবার খান এবং সবার সাথে কুশল বিনিময় করেন। এরপূর্বে তিনি মাদ্রাসার ২য় তলায় কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। মাদ্রাসার অনুষ্ঠানে মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা শাহ আব্দুল কদ্দুছ নুরীর ছেলে শাহ জালাল উদ্দিন জুয়েল সভাপতিত্ব করেন। এছাড়াও পুলিশ সুপার মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com