বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতিটি কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস” নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ হবিগঞ্জের ডাকাত সর্দার সহিদ শ্রীমঙ্গল থেকে গ্রেফতার বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত নবীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ১০টি হারভেস্টার মেশিনটি বিতরণ

নবীগঞ্জে জন্মাষ্টমীর সভায় এমপি মুনিম চৌধুরী ॥ বর্তমান সরকার সকল ধর্মের মানুষের প্রতি আন্তরিক

  • আপডেট টাইম শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ৪২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের প্রতি আন্তরিক। এদেশে সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় অনুষ্টান ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পালন করছে।
এ সময় তিনি নবীগঞ্জ ইসকন মন্দিরের সীমানা প্রাচীর নির্মানের জন্য ২ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন। গতকাল শুক্রবার বিকালে নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর ইসকন মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিমিরপুর ইসকন মন্দিরের সভাপতি যাদবেন্দ্র কেশব দাস জ্যোতিষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যাম মাধব দাস সজলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, হবিগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ আহমদ আজাদ, সিলেট বিভাগীয় নামহট্ট সংঘের সহ সাধারণ সম্পাদক ব্রজকৃষ্ণ দাস বিকাশ, হবিগঞ্জ নামহট্টের পরিচালক হৃদয়ানন্দ দাস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভুবন মঙ্গল দাস, কৃপেশ্বর দাস চৈতন্য দাস,হরিপাদ্ম দাস, ভক্ত সূলভ দাস, অমরেন্দ্র গুপ্ত, রসঙ্গ অদ্বৈত দাসসহ ইসকন ভক্তবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, ইসকন এমন একটি সংগঠন যেখানে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মানুষ গড়ার শিক্ষা দেওয়া হয়। তিনি নবীগঞ্জ ইসকন মন্দিরের সীমানা প্রাচীর নির্মানের জন্য ১ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com