বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতিটি কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস” নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ হবিগঞ্জের ডাকাত সর্দার সহিদ শ্রীমঙ্গল থেকে গ্রেফতার বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত নবীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ১০টি হারভেস্টার মেশিনটি বিতরণ

নবীগঞ্জে কবি আফতাব আল মাহমুদের বাসভবনে আনন্দঘন সাহিত্য আসর

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৩৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশের প্রধান কবি আল মাহমুদের ভাবশীষ্য, কবি ও গবেষক আফতাব আল মাহমুদের আয়োজনে নবীগঞ্জের নবীন-প্রবীন সাহিত্যকর্মীদের সরব উপস্থিতিতে গতকাল এক ব্যতিক্রমী সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ কবির বাসভবনে দিনব্যাপি এ আয়োজনে নানা বয়সের সাহিত্যকর্মীরা তাঁদের স্বরচিত কবিতা আবৃত্তি, কবিতা, ছড়া ও সংগীত পরিবেশনের মাধ্যমে মাতিয়ে তুলেন পুরো অনুষ্ঠান। কবি মোহাম্মদ আশিকুর রহমানের সুললিত কন্ঠে কুরআন তেলাওয়াত এর মাধ্যমে সকাল ১১টায় সাহিত্য আসরের শুভ সূচনা হয়। কবি ও গবেষক আফতাব আল মাহমুদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি বাদল কৃষ্ণ বণিক, কবি গোলাম কিবরিয়া, লন্ডনের বাংলা টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক গীতিকিার ও নাট্যকার জাহাঙ্গীর রানা, গীতিকার আলী আমজাদ মিলন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, কবি নিলুফা ইসলাম নিলু, কবি আব্দুল ওয়াহিদ লাভলু, কবি শাহেদ বিন জাফর, ইনাতগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আবুল কালাম, কবি প্রথ্বিশ চক্রবর্তী অপু, কবি শহিদুজ্জামান চৌধুরী প্রমুখ। উক্ত সাহিত্য আসরে অংশগ্রহনকারী অন্যান্য কবি-সাহিত্যিকরা হলেন, মোহাম্মদ আশিকুর রহমান, হুমায়ুন চৌধুরি, মোহাম্মদ নুরুজ্জামান, ইব্রাহীম ইউসুফ, মোহাম্মদ গোলাম রহমান লিমন, মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরি শামীম, মোহাম্মদ জিল্লুর রহমান, শোয়াইব আহমদ শিবলু, সাইফুল ইসলাম, মোহাম্মদ কামরুল হাসান, হুসাইন আহমদ, সোহেল আহমদ, আব্দুল আজিজ, ফজলুর রহমান চৌধুরি, এডঃ জাহিদুল ইসলাম চৌধুরি রফি, এডঃ আব্দুল বাছিত, রংধনু রাজ মিল্টন, মুহাম্মদ হৃদয় রাজ শাওন, এম ডি জহির উদ্দিন, তাওহিদ আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছড়াকার এস এম সাজ্জাদ।  সাহিত্য আসরে বক্তারা বলেন, নবীগঞ্জ উপজেলা সাহিত্য চর্চার এক লীলাভূমি। আমাদের পূর্বসুরি সাহিত্যকর্মীদের স্মরনীয় করে রাখার পাশাপাশি বর্তমানে যারা সাহিত্য চর্চায় নিয়োজিত তাঁদেরকে সহযোগিতা করতে হবে।
বক্তারা ব্যাতিক্রমধর্মী এ সাহিত্য আসর আয়োজনের জন্য কবি ও গবেষক আফতাব আল মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের সৃষ্টিশীল উদ্যোগ সাহিত্য চর্চায় নবীনদেরকে অনুপ্রাণিত করবে। তাঁরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান। পরে কবি আফতাব আল মাহমুদের উদ্যোগে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com