বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতিটি কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস” নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ হবিগঞ্জের ডাকাত সর্দার সহিদ শ্রীমঙ্গল থেকে গ্রেফতার বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত নবীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ১০টি হারভেস্টার মেশিনটি বিতরণ

গউছকে কিবরিয়া হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে হবিগঞ্জ পৌর পরিষদের স্মারকলিপি

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪
  • ৩১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মেয়র আলহাজ্ব জি, কে গউছকে কিবরিয়া হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ও মামলা হতে অব্যাহতির দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পৌর পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের হাতে তার কার্যালয়ে ওই স্মারকলিপি তুলে দেন পৌর কাউন্সিলররা। স্মারকলিপিতে বলা হয় মেয়র আলহাজ্ব জি, কে গউছ ২০০৪ সালে পৌর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শহরের উন্নয়নে এক নতুন যুগের সূচনা হয়েছিল। একটি বড় রাজনৈতিক দলের নেতা হয়েও মেয়র হিসেবে তার কোন রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। পৌর পরিষদে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও সমর্থক হওয়া সত্বেও মেয়র আলহাজ্ব জি, কে গউছের দলনিরপেক্ষ নেতৃত্বে এক পরিবারভূক্ত দলের সদস্যের মতো আমরা উন্নয়ন কাজে ঝাপিয়ে পড়েছি। তার অসাধারণ জনপ্রিয়তার কারনে ২০১১ সালের পৌরনির্বাচনে বিরোধী দলের নেতা হয়েও বিপুল ভোটের ব্যবধানে তিনি পৌরমেয়র নির্বাচিত হন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জের গর্ব সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ এম এস কিবরিয়াকে যেভাবে কাপুরুষের মতো হত্যা করা হয়েছিল তা আমাদের হবিগঞ্জ তথা দেশের জন্য এক কলঙ্কজনক অধ্যায়। তারা কিবরিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন যখন এ হত্যাকান্ড সংঘটিত হয় তখন আলহাজ্ব জি, কে গউছ পবিত্র হজ্বব্রত পালনকল্পে সৌদিআরব অবস্থন করছিলেন। ঘটনার ৯ বছর পর ওই মামলায় আলহাজ্ব জি, কে গউছকে জড়ানোয় তারা হতবাক ও বিস্মত হয়েছেন বলে উল্লেখ করেন। স্মারকলিপিতে আরো উল্ল্যেখ করা হয় মেয়র আলহাজ্ব জি, কে গউছের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে, হবিগঞ্জ পৌরসভার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ও তার সুনাম ক্ষুন করতে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। তারা সুষ্টু তদন্তক্রমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আলহাজ্ব জি, কে গউছকে এ মামলা হতে অব্যাহতি দেয়ার জোর দাবী জানান। স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও মোঃ মাহবুবুল হক হেলাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com