বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার- অনেক শিক্ষক ইংরেজী দুরের কথা শুদ্ধ বাংলায় ও কথা বলতে পারেননা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৪৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেছেন, ষাটের দশকে হ্যারিকেন জ্বালিয়ে যারা লেখাপড়া করেছেন তাদের পড়ালেখার মান ও এখনকার উন্নত তথ্য প্রযুক্তি যুগের পড়ালেখার মাঝে অনেক তফাৎ বিদ্যমান। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে হবে। এ জন্য সকলের সমন্বিত প্রচেষ্টা দরকার। তিনি বলেন শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। গতকাল দুপুরে নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ও লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আব্দুল হান্নানের পৃষ্ঠপোষকতায় দীপ্তেন্দু নারায়ন রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক অধ্যাপক আব্দুল হান্নান, তাঁর পুত্র রাহাত হান্নান, শিক্ষক শামীম আহমদ চৌধুরী, রুবেল মিয়া। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় এতে পবিত্র কোরআন তেলায়াত করেন শিক্ষক আব্দুল আওয়াল। গীতাপাঠ করেন শিক্ষক মধুসুধন ভট্টাচার্য। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম, আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুরসহ জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশে বলেন, চাকুরি পেয়ে গেছেন বলে আর পড়ালেখার দরকার নেই মনে করলে চরম ভুল হবে। তিনি বলেন পড়ালেখার কোন বয়স নেই, মা-মেয়ে এক সাথে পরীক্ষা দেয় সমাজে এর উদাহরণ রয়েছে। তিনি বলেন, বিদ্যালয়ে পাঠদান করতে হলে নিজে পড়ালেখা করতে হবে। বিভাগীয় কমিশনার আক্ষেপের সাথে বলেন অনেক শিক্ষক ইংরেজী দুরের কথা শুদ্ধ বাংলায়ও কথা বলতে পারেননা। তিনি বলেন বিদ্যালয়গুলোতে জাতীয় সঙ্গীত গাওয়া হয়না। এছাড়া বিতর্ক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষকদের তাগিদ দেন বিভাগীয় কমিশনার। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, মানসম্মত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। সরকার এ জন্য বিদ্যালয়গুলোতে আধুনিক তথ্য ও যোগাযোগ ব্যবস্থার মাল্টিমিডিয়া প্রজেক্ট বিতরণ করেছে। কিন্তু প্রশিক্ষণ নেওয়া সত্বেও নবীগঞ্জের কোন প্রাথমিক বিদ্যালয়ে এর ব্যবহার না হওয়ায় তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের থেকে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে সভায় ব্যক্ত করেন। নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস উত্তেলন ও জাতীয় গ্রিডে বিতরণের দায়িত্ব বিদেশী কোম্পানী শেভরণের। কিন্তু কিছু লোক এলাকার লোকজনকে অহেতুক বিভ্রান্তি করে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির পাঁয়তারা করছে। জেলা প্রশাসক হুশিয়ারি উচ্চারণ করে বলেন সরকারী দায়িত্ব পালন করতে গিয়ে প্রশাসন সব কিছু কঠোরহস্তে মোকাবেলা করবে। আউশকান্দি এলাকায় গ্যাস সংযোগের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন জেলা প্রশাসন থেকে জ্বালানী মন্ত্রণালয়ের মাধ্যমে পেট্রোবংলাকে চাপ দেয়া হয়েছে। পেট্রোবাংলা আউশকান্দি এলাকায় গ্যাস সংযোগ দিতে রাজি হয়েছে তবে রাতারাতি তা সম্ভব নয়, সময় লাগবে। তিনি শিক্ষকদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক নবীগঞ্জের উপজেলা পরিষদ এর পুরনো মিলনায়তনটিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে আধুনিক মিলনায়তন গড়ে তোলার জন্য জেলা সমন্বয় সভায় প্রস্তাবটি উপস্থাপনের জন্য উপজেলা প্রশাসনকে আহবান জানান।
অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করেন। উল্লেখ্য, এ বছর ২০১২ ও ২০১৩ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪১৫ জন শিক্ষার্থীকে নগদ ৫শত টাকা করে প্রদান করা হয়েছে। বিগত ২০০৫ সাল থেকে যুক্তরাজ্য প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউ কে-এর প্রতিষ্ঠাতা সভাপতি নবীগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক নবীগঞ্জের বাসিন্দা অধ্যাপক আব্দুল হান্নানের ব্যক্তিগত উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হচ্ছে। গত ৯ বছরে ৯৬৯জন শিক্ষার্থীকে এ পুরষ্কার দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com