সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

নারী নির্যাতনের প্রতিবাদে বাহুবলে মজলিসের মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে সংগঠনের বাহুবল থানা শাখার উদ্যোগে গত ১৫ অক্টোবর বৃহষ্পতিবার বাদ আসর বাহুবল শহরে এক ভিক্ষুব সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। অত্র শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ আজাদের সঞ্চালনায় এতে প্রধান মেহমান ছিলেন সংগঠনের জেলা নির্বাহী সভাপতি মাওলানা মোঃ আনোয়ার আলী। বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন আল্লামা আব্দুল বারী আনসারী, কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা আজিজুর রহমান মানিক, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শহর শাখার সেক্রেটারী মাওলানা আরমান হোসাইন, থানা সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুন নুর, মাওলানা আব্দুল জলীল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও দলের থানা এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। বক্তাগন বলেন, দেশব্যাপী নারী নির্যাতন, গুম, রাহাজানী, হাইয্যাক, পুলিশী নির্যাতন বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। এমসি কলেজ সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্ষণ এবং অশ্রের জনজনানী বন্ধ করতে হলে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় অনুশাসন ব্যাতিরেখে দেশ ও জাতির কোনো স্তরেই দুর্নীতি বন্ধ হবেনা। পিয়াজের দাম সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। নেতৃবৃন্দ সিলেটে পুলিশী নির্যাতনে রায়হান হত্যার তীব্রনিন্দা জানান এবং পুলিশ প্রদীপ সহ এজাতীয় সকল পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরিশেষে বরুনার পীর সাহেব (র) সহ মৃত সকল বুযুর্গদেরআত্নার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাতের মাধ্যমে মানব বন্ধনের সমাপ্তী ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com