শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী মিজানের মনোনয়ন পত্র দাখিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল সোমবার জেলা নির্বাচন অফিসে হবিগঞ্জ পৌরসার উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার খোরশেদ আলমের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উমেদনগর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ফজলুল হক সজলু, বিশিষ্ট মুরুব্বি হাবিবুর রহমান, বিশিষ্ট মুরুব্বি মুতি মিয়া, বিশিষ্ট মুরুব্বি জালাল উদ্দিন, অবসরপ্রাপ্ত রেঞ্জ অফিসার আকবর হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে মিজানুর রহমান মিজান প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান, যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি বিশ্বাস করে তারা দল থেকে বিদ্রোহী প্রার্থী হবে না। তিনি বলেন দলীয় মনোনয়ন লাভের পর জনগন ও নেতাকর্মীদের যে সারা পাচ্ছি আশা করি নির্বাচনে শতভাগ জয়লাভ করবো এবং মেয়র পদটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। তিনি বলেন নির্বাচনে হবিগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগনের সহযোগিতা ও দোয়া আর্শিবাদ কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com