বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

আগামী সংসদ অধিবেশনে যতটুকু সময় পাব কৃষি ও কৃষকের কথা বলব-এমপি মজিদ খান

  • আপডেট টাইম শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৫৫৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সংসদ সদস্য আবদুল মজিদ খান বলেছেন, দেশে চাহিদার তুলনায় বেশি ধান-চাল রয়েছে। ধানের দাম কম থাকায় কৃষকের ঘরে কান্নার রোল পড়েছে। মনপ্রতি ধানে দু’শ টাকারও বেশী লোকসান গুনছেন কৃষকেরা। জাতীয় পত্রিকায় সংবাদে দেখলাম, গেল দশ মাসে দেশে ২ লাখ টন চাল আমদানি করা হয়েছে। আমদানির অপেক্ষায় রয়েছে ৩ লাখ ৮০ হাজার টন চাল। দেশে উদ্বৃত্ত থাকার পরও বাহির থেকে চাল আমদানি কেন? এটি কিসের বলে? আমি সরকারের লোক হলেও চাল আমদানিতে সাধারণ কৃষকের মত আমিও চরম ক্ষুদ্ধ-বিক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি। বিদেশ থেকে চাল আমদানি বন্ধ করতে হবে। আগামী সংসদ অধিবেশনে যতটুকু সময় কথা বলব কৃষি ও কৃষকের কথা বলব। কৃষকের বর্তমান প্রেক্ষাপট সরকারের কাছে তুলে ধরতে হবে। কৃষক যদি ফসলের ন্যায্য মূল্যে না পান, উপকৃত না হন একদিন ধান চাষ ছেড়ে দেবেন। এটি দেশের কৃষির জন্য ক্ষতিকর হবে। সরকারকে অবশ্যই কৃষি ও কৃষককে নিয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কৃষক বাচলে দেশ বাচবে, মাঠ পর্যায়ের এই কথাটা সরকারের কাছে পৌঁছাতে হবে। শুক্রবার সকালে বানিয়াচং উপজেলায় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবদুল মজিদ খান এসব কথা বলেন। ইউএনও মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোঃ খালেদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, হারুণ মিয়া, শাহজাহান মিয়া, জয়নাল আবেদীন, মিজানুর রহমান খান, নজরুল ইসলাম, স্মৃতি চ্যাটার্জি কাজল, ছামির আলী, বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক মখলিছ মিয়া, আশরাফ সোহেল, এজেডএম উজ্জ্বল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com