শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

বাহুবলে স্বাধীনতা দিবসের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের উপর পরাজিত শিক্ষার্থীদের হামলা ॥ আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও দিবসের অনুষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ওপর পরাজিত শিক্ষার্থীরা দফায় দফায় হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত ৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত বাহুবল সদরে অবস্থিত দীননাথ হাই স্কুলে এক ছাত্রকে হাতে নাতে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলা সদরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও তারা হামলার শিকার হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানায় উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে মিরপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল এবং দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল অংশগ্রহণ করে ৪টি প্রতিযোগিতায় বিজয়ী হয়। এ সময় বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কার নিয়ে অনুষ্ঠান থেকে উল্লাস করে বের হওয়ার পথে বাহুবল সদরে অবস্থিত দীননাথ হাইস্কুলের পরাজিত শিক্ষার্থীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা আহত হয় এবং তাদের বহনকারী ২টি বাস ভাংচুর হয়। এ সময় পুলিশ হাতে নাতে দীননাথ হাই স্কুলের এক শিক্ষার্থীকে আটক করে। এ ঘটনার খবর মিরপুর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকসহ জনসাধারনের মাঝে উদ্বেগ উৎকন্ঠা দেখা দেয়। এমনকি সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন মিরপুর সানসাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল ও দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলে এসে আহত শিক্ষার্থীদের সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। আহতরা হল সানশাইন স্কুলের নবম শ্রেণীর ছাত্র রাশেদ আহমেদ ইমন, মোগল আপন, ৮ম শ্রেণীর তানভীর আহমেদ শুভ, ৭ম শ্রনীর নাবিল হোসেন, শিক্ষক আতাউর রহমান উজ্জল, দি হোপ ইন্টারন্যাশনালের দশম শ্রেনীর ছাত্রী সুমাইয়া মেহজাবীনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে বাহুবলে প্রতি বছরই এ ধরনের হামলার ঘটনা ঘটে। যার কারণে এ বছর মিরপুর এফএন হাইস্কুল ও মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজসহ উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা অনুষ্ঠানে যোগ দেয়নি। এ নিয়ে মিরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মিরপুর সান শাইন হাই স্কুলের পরিচালক এম শামসুদ্দিন বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা এবং সুষ্টু বিচার না পেলে ভবিষ্যতে উপজেলার কোন প্রোগ্রামে তাঁর প্রতিষ্ঠান অংশ নিবেনা। এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com