শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

হবিগঞ্জ পিটিআইয়ে শিক্ষা মেলার উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ আন্তরিকতার সাথে পাঠদানে শিক্ষকদের প্রতি আহ্বান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধ পরিকর। শিক্ষক-শিক্ষিকাদের সবধরণের সুবিধা নিশ্চিত করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু প্রয়োজন, সকলকে নিজ দায়িত্বের প্রতি যতœবান হওয়া।
সোমবার বেলা ১২টায় হবিগঞ্জ প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এ দুই দিনব্যাপি শিক্ষা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছেন সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব। তাদেরকে নিজের সম্মানের প্রতি দৃষ্টি রেখে দায়িত্ব পালন করা উচিত। তারা সঠিকভাবে পাঠদান করলেই বর্তমান শিক্ষাবান্ধব সরকারের মহতী উদ্যোগগুলো শতভাগ বাস্তবায়ন হবে। এ সময় আন্তরিকতার সাথে পাঠদান করতে সকল শিক্ষকের প্রতি আহবান জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম। রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের ক্ষুদে শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শিক্ষিকা গৌরি রায় জানান, জেলার ৮ উপজেলার ৮টি স্টলে রয়েছে মুক্তিযুদ্ধ, অমর একুশে, চারুকলা, আইসিটি ও প্রাথমিক এবং প্রাক প্রাথমিক বর্ণমালার অসংখ্য প্রদর্শনী। এছাড়াও সৃজনশীল পদ্ধতির অনুকরণে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উভয়দিনেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষক-শিক্ষিকাসহ দর্শনার্থীরা এসে ভীড় করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com