বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

হবিগঞ্জের ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ৩২ ও ভাইস চেয়ারম্যান পদে ৭৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩২ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া ॥ হবিগঞ্জ জেলার ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ৩২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। সব উপজেলায়ই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশ না নেয়ায় নির্বাচনের আমেজও খুব একটা জমে উঠেনি। বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে বেশীর ভাগ উপজেলায় লড়াই হবে আওয়ামীলীগে বনাম আওয়ামীলীগে। তবে কয়েকটি উপজেলায় বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যে উপজেলায় যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন-
হবিগঞ্জ সদর উপজেলা ঃ এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক (স্বতন্ত্র), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গত নির্বাচনে আওয়ামীলীগ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী মোঃ মোতাচ্ছিরুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী)। এখানে চেয়ারম্যান পদে বিএনপির কোন নেতা অংশ নেননি।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক ও প্রফেসর আবিদুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফৌরদৌসি আরা বেগম, আওয়ামী লীগ সমর্থক নূরুন্নাহার।
আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান শামীম জানান, আওয়ামী লীগের অনেকেই প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তিনি বলেন, তারা আমার চেয়ে কোন অংশেই কম যোগ্য নন। কিন্তু দল যেহেতু একজনকেই মনোনয় দেবে সে বিবেচনা থেকে আমি পেয়েছি। আমি বিশ্বাস করি তারা যদি আওয়ামী লীগের আদর্শ বুকে লালন করেন তাহলে তারা নির্বাচন থেকে সম্মানজনকভাবে সরে যাবেন।
আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ মোতাচ্ছিরুল ইসলাম বলেন, পৌর আওয়ামী লীগসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়েছেন। ব্যবসায়ী নেতারাও আমাকে সমর্থন দিয়েছেন। আমি সর্বস্তরের মানুষের ইচ্ছা সত্বেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমার বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত।
লাখাই উপজেলা ঃ এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদ, সাবেক চেয়ারম্যান রফিক আহামেদ (স্বতন্ত্র) ও মাফজুল আলম মাফুজ (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে মুর্শেদ কামাল চৌধুরী, আশারাফুল ইসলাম, আমিরুল ইসলাম আলম, তাউস মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেনা আক্তার, আয়েশা সিদ্দিকা, জাহানারা বেগম, আলেয়া বেগম ও ফয়জুর নেছা বেগম মনোনয়ন পত্র দাখিল করেন।
চুনারুঘাট উপজেলা : এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, আওয়ামীলীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান (স্বতন্ত্র), আজিজুর রহমান ও খেলাফত মজলিশ নেতা প্রভাষক আব্দুল করিম।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহলদার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জামাল হোসেন লিটন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি আবিদা খাতুন ও বিএনপি সমর্থক কাজী সাফিয়া খাতুন।
বাহুবল উপজেলা ঃ এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী (আওয়ামী লীগ বিদ্রোহী), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা নাছিরুজ্জামান (আওয়ামী লীগ বিদ্রোহী) ও সৈয়দ খলিলুর রহমান (স্বতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ আহ্বায়ক তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, আওয়ামী লীগ সমর্থক শশাংক দত্ত, শফিকুল ইসলাম, নিহার রঞ্জন দেব, খন্দকার ইদ্রিছ, ইয়াকুত মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশিদ ফারুক।
মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি সমর্থক বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, আওয়ামী লীগ সমর্থক জ্যোৎস্না আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নিলুফার ইয়াসমিন।
নবীগঞ্জ উপজেলা : এ উপজেলায় চেয়ারম্যান চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তৌহিদ বিন-হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফজলুল হক চৌধুরী সেলিম (আওয়ামীলীগ বিদ্রোহী), গাজী খালেদা সারোয়ার (স্বতন্ত্র), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই (স্বতন্ত্র), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হায়দর মিয়া, ইসলামি ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আবু সালেহ।
ভাইস চেয়ারম্যান পদে কাজী ওবায়দুল কাদের হেলাল, গতি গোবিন্দ দাশ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুৃল খায়ের, আবু ইউসুফ, এস আর চৌধুরী সেলিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুরাদ আহমদ, ইসলামি ঐক্যজোট মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ ফারকানী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলি ও সাজেদা মজিদ।
আজমিরীগঞ্জ উপজেলা ঃ এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মর্তুজা হাসান, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ আলাউদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী), উপজেলা যুবদল সাধারণ সম্পাদক খালেদুর রশিদ ঝলক (স্বতন্ত্র) ও মিয়া হোসেন (স্বতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থক মনিরুজ্জামান মনু, অসীম চৌধুরী সাগর, হিরেন্দ্র পুরকায়স্থ, নাজমুল হাসান, আব্দুল জলিল, মমিনুর রহমান সজিব, রথিন্দ্র দাশ ও আব্দুল হাই।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুখসানা আক্তার শিখা, আওয়ামী লীগ নেত্রী সুজলা আক্তার, স্বতন্ত্র মাহমুদা আক্তার ও আলেমা খাতুন।
বানিয়াচং উপজেলা ঃ এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান (আওয়ামী লীগ বিদ্রোহী), আওয়ামীলীগ মনোনীত সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বিএনপি নেতা নকীব ফজলে রকিব মাখন ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন (স্বতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি স্মৃতি চ্যাটার্য্যি কাজল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশরাফ বাবু, বর্তমান ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, আওয়ামী লীগ নেতা আবিদুর রহমান ও ফারুক আমিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা দল সভানেত্রী তানিয়া খানম (স্বতন্ত্র), মহিলা আওয়ামী লীগ সভানেত্রী বিউটি আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা আক্তার ও ফেরদৌসী বেগম।
মাধবপুর উপজেলা ঃ এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রবাসী আওয়ামী লীগ নেতা এহতেশামুল বার চৌধুরী লিপু (আওয়ামী লীগ বিদ্রোহী), জেলা বিএনপির সহ-সভাপতি এসএসএএম শাহজাহান (স্বতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিব উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য শ্রীধাম দাশ গুপ্ত, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ (স্বতন্ত্র), শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল হোসেন খান (স্বতন্ত্র)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থক নাজমা পাঠান (স্বতন্ত্র), বিএনপি সমর্থক মরিয়ম রহমান বাবুনী (স্বতন্ত্র), বিএনপি নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, মহিলা আওয়ামী লীগ সভাপতি মোছাঃ রোকেয়া আক্তার ও আওয়ামী লীগ সমর্থক জাহানারা বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com