বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

বিএনপি দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে-আলহাজ্ব জিকে গউছ

  • আপডেট টাইম সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন, জেল জুলুম আর গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি নেতাকর্মীরা দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে। বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করে না, অপরাজনীতি করে না। তাই বিএনপিকে মানুষ পছন্দ করে। বাংলাদেশের মানুষ যদি কোন দিন প্রতিবাদ করার সুযোগ পায় তাহলে আওয়ামীলীগের সকল অপকর্মের বদলা নিবে।
তিনি গতকাল রবিবার রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তি হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। জি কে গউছ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব না। আওয়ামীলীগের প্রতিহিংসার শিকার হয়ে ৭৪ বছর বয়সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক বছর যাবত কারাগারে রয়েছেন। গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করেছে আওয়ামীলীগ। এই বিষয়টি দেশের মানুষ উপলব্দি করছে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আইনী লড়াইয়ের পাশাপাশি গণআন্দোলন গড়ে তুলতে হবে।
সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট মইনুল হোসেন দুলাল, ডাক্তার বকুল, হাজী মতিন, বিএনপি নেতা মতিউর রহমান মতি, গীরেন্ড চন্দ্র রায়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, বিএনপি নেতা ফজল মিয়া, জহিরুল হক শরীফ, হারিছ চৌধুরী, এডভোকেট অলিউর রহমান, মইনুল হক, আব্দুল আলী, চেরাগ আলী, লুৎফুল হক আফজাল, আক্তার হোসেন, হেলাল মুর্শেদ, মতি মিয়া, সিরাজ মিয়া, মুরাদ আলী, আব্দুল খালেক, জামাল মিয়া, মোস্তফা মিয়া, দুলাল মিয়া, তারেক রহমান তাহির, জমশেদ আলী, ফয়সল আহমেদ, রুবেল মিয়া, আব্দুস শহীদ, শেখ সাজিদুর রহমান সাজিদ, শাহজাহান মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com