শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

এমপি আবু জাহির ক্রিকেট লীগ উদ্বোধন যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলা আয়োজনের আহবান

  • আপডেট টাইম সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৮-১৯ এর উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লীগটিতে ২৪টি টিম অংশ নিচ্ছে। ৫০ ওভারের ৪৩টি ম্যাচ শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে। রবিবার বেলা ১১টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদুল কবির মুরাদ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসে কলি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী সাহেদ, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন চৌধুরী শাম্মু, ভিবৎসু চক্রবর্তী বিভু, মাকসুদুর রহমান উজ্জ্বল, জসিম উদ্দিন সুজন, লায়ন মোঃ আসাদুজ্জামান, তাজ উদ্দিন আহমেদ তাজ, মোঃ সাইদুর রহমান প্রমুখ।
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ১ম দিনের খেলায় অংশ নেয় স্বর্ণালী ক্লাব ও রাজনগর ক্রিকেট ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, শরীর-স্বাস্থ্য ভাল রাখতে ভূমিকা পালন করে। এছাড়া ক্রীড়াঙ্গনের সাথে জড়িত হলে অপরাধ থেকে দূরে থাকে যুব সমাজ। বর্তমান সরকার সারাদেশে খেলাধূলার উন্নয়ন ব্যাপক কাজ করেছে। হবিগঞ্জে নিয়মিত এ ধরণের লীগ আয়োজনের আহ্বান জানান এমপি আবু জাহির। পরে তিনি ব্যাটে-বলে সংযোগ ঘটিয়ে লীগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com