বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

বাহুবলে আইনশৃংখলা কমিটির সভায় সিন্ধান্ত ॥ রাস্তার পাশে সাজিয়ে রাখা বালুর পসরা অপসারণ করতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৪৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে রাস্তার পাশে বিক্রির জন্য সাজিয়ে রাখা বালুর পসরা অপসারণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, চেয়ারম্যান শাহ আবদাল মিয়া, চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, চেয়ারম্যান সাইফুদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রতœদীপ বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, আনসার ভিডিপি অফিসার আফসানা আনজুম, সমাজসেবা অফিসার নসরাত-ই এলাহী, উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, তথ্য-সেবা কর্মকর্তা জায়া সাহা, বাহুবল বাজার মসজিদের ইমাম মুফতি মাওঃ তাজুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ সভাপতি নাহার রঞ্জন দেব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাহুবলে ধলিয়াছড়া বালু মহাল ব্যতীত আর কোন বালু মহালের বৈধ লিজ নেই। যেহেতু একটিমাত্র মহালের বৈধ লিজ আছে, সেহেতু অবৈধ ভাবে বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বক্তারা আরো বলেন, যত্রতত্র রাস্তার পাশে বালু বিক্রির জন্য পসরা সাজিয়ে রাখা যাবে না। এতে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা ছাড়াও সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অচিরেই রাস্তার পাশ থেকে বালু সড়িয়ে না দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com