স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সাদকপুর গ্রামে পারুল খানম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে লাশ নিয়ে পরিবারের লোকজনের মাঝে লুকোচুরি করায় সন্দেহের সৃষ্টি হয়। পরে সদর হাসপাতালে পুলিশ এসে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। পারুল ওই গ্রামের উমর ফারুকের স্ত্রী। গত শনিবার সন্ধ্যায় স্বামীর বাড়ির লোকজনের সাথে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পর পারুল বিষাক্রান্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করতে থাকলে স্বামীর বাড়ির লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
একটি সূত্র জানায়, পারুল জীবিকার তাগিদে সৌদি আরব চলে যায়। সম্প্রতি সে দেশে আসে। এবং প্রায়ই শ্বশুর বাড়ির লোকজনের সাথে তার ঝগড়া বিবাদ হত।
গতকাল রবিবার সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়।