আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা সদরের হাটিয়া বিলের শাখা নিয়ে দু’পক্ষের মালিকানা দাবী করে মাছ ধরতে যাওয়া নিয়ে পুলিশ ২ জনকে আটক করে। পরে মুচলেখায় ছেড়ে দেয়া হয়। জানা যায়, আজমিরীগঞ্জ সদরের হাটিয়া বিলের শাখা দীর্ঘদিন ধরে ফতেপুর গ্রামের মৃত আইন উল্ল্যার পুত্র মোঃ উমেদ আলী ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি বিরাট গ্রামের মৃত জমাদার মিয়ার পুত্র মোঃ সামছু মিয়া নিজের মালিকানা দাবী করেন। শনিবার বিলে মাছ মারার অভিযোগ থানায় দায়ের করেন। পরে বিলের পাহারাদারসহ দু’জনকে আটক করা হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।