শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন ॥ হবিগঞ্জে ড. মুবিন-জালাল, রউফ প্যানেলের পরিচিতি ও মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন নির্বাচনে ড. এ কে আব্দুল মুবিন-জালাল আহমেদ-এম আব্দুর রউফ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এ প্যানেলে সভাপতি পদে সাবেক সচিব ড. এ কে আব্দুল মবিন, সহ-সভাপতি পদে অতিরিক্ত সচিব হবিগঞ্জের কৃতি সন্তান জালাল আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান, যুগ্ম-সচিব মিজানুর রহমান ও বেগম শাহানা কবির, সাধারণ সম্পাদক পদে সাবেক অতিরিক্ত সচিব বিশিষ্ট কুটনীতিক এম আব্দুর রউফ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফাহিমা খান চৌধুরী মনি, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইমাম মেহেদী চৌধুরী এনাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের কৃতি সন্তান যুগ্ম-সচিব আনোয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, শিক্ষা সাহিত্য ও প্রচার সম্পাদক পদে সাবেক অতিরিক্ত সচিব মাহমুদা আক্তার মিনা, ক্রীড়া চিত্ত বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার নুরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে অধ্যাপক সালমা বেগম মুকুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোস্তাক হোসেন চৌধুরী এবং ৪ জেলার সদস্য পদে প্রকৌশলী মোহাম্মদ মহিব উদ্দিন, মোহাম্মদ দেলওয়ার হোসেন, ডাঃ সৈয়দ মোশতাক আহমদ, দূর্গাপ্রসাদ ভট্যাচার্য্য, ডাঃ আবুল কালাম চৌধুরী, আলী মুর্শেদ খান, এডভোকেট আবুল কালাম আজাদ ও মোঃ সেলিম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদস্য (জালালাবাদ) পদে ডাঃ সি এম দিলওয়ার রানা, সৈয়দ আব্দুল মুকতাদির, ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী, নুরুল ইসলাম চৌধুরী, ডাঃ আহমেদ পারভেজ জাবীন, শাকুর মজিদ, মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন ও টি এইচ মে জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসকাব মিলনায়তনে এ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্যানেল পরিচিতি ও স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব জালাল আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী ড. এ কে আব্দুল মুবিন। হবিগঞ্জ প্রেসকাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব ও কুটনীতিক এম আব্দুর রউফ, ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রিগ্যান চাকমা, এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার নুরুল আমিন মাহমুদা আক্তার মিনা, বেগম ফাহিমা খানম চৌধুরী মনি, জেলা পরিষদ সদস্য ফাতেমা তুজ জোহরা, এডভোকেট রেবা মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ ও গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, বাদল রায়, মশিউর রহমান শামীম, উজ্জল চৌধুরী ও জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, জালালাবাদ এসোসিয়েশন নির্বাচনে উক্ত প্যানেলে গুনী ব্যক্তিত্বদের মনোনীত করা হয়েছে। তারা নির্বাচিত হলে বৃহত্তর সিলেটে শিক্ষা সাংস্কৃতিকসহ উন্নয়ন কর্মকান্ডে বলিষ্ঠ অবদান রাখতে পারবেন। উক্ত প্যানেলে হবিগঞ্জ জেলার ১১ জন কৃতি সন্তান প্রার্থী হয়েছেন। তাদের জন্য হবিগঞ্জ জেলাবাসীর শুভ কামনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com