সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে খাদ্যে ভেজাল ॥ ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৫২৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পৃথক স্থানে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে রসুলগঞ্জ ও ইমামবাড়ি বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে রসুলগঞ্জ বাজারে মিষ্টির প্যাকেটে ওজনে কারচুপি করায় বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে একই বাজারের রাফি স্টোরকে ১ হাজার টাকা ও কাশফুলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ইমামবাড়ি বাজারের শাহাজালাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য নিশাত আইসক্রীম ফ্যাক্টরীকে ৪ হাজার টাকা ও শাহাজালাল বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই শামসুলের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com