বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঈদগাহের দুটি গম্ভুজসহ বাউন্ডারী ওয়াল দ্রুত বাস্তবায়ন করা হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের পশ্চিম প্রান্তে দুটি গম্ভুজসহ বাউন্ডারী ওয়াল নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল ওয়ালের ডিজাইন চূড়ান্তকরণসহ সরেজমিন ঈদগাহ পরিদর্শনে যান হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। বিগত পবিত্র ঈদ উল ফিতরের জামাতের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ঈদগাহের ওই বাউন্ডারী হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে নির্মাণ করা জন্য মেয়র আলহাজ্ব জি, কে গউছের প্রতি অনুরোধ জানান। মেয়র আলহাজ্ব জি, কে গউছ ওই বাউন্ডারী ওয়াল নির্মাণের প্রতিশ্র“তি দেন। বিগত ঈদ উল আযহার সময় মেয়র আলহাজ্ব জি, কে গউছ পবিত্র হজ্বব্রত পালনের জন্য সৌদি আরব অবস্থান করায় ওই নির্মাণকাজে বিলম্ব হয়। সৌদি আরব হতে দেশে প্রত্যাবর্তনের পর মেয়র ওই ওয়াল নির্মাণের উদ্যোগ নেন। ওয়ালের ডিজাইন ও ত্রিডি প্রস্তুত করে মেয়র তা চূড়ান্ত করার জন্য জেলা প্রশাসন বরাবের প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বুধবার সকালে ঈদগাহ সরেজমিন পরিদর্শন করেন এবং ডিজাইন চূড়ান্ত করেন। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন এক সপ্তাহের মধ্যে এ কাজের দরপত্র আহবান করা হবে। পৌরসভার নিজস্ব তহবিল হতে ২০ লাখ টাকা ব্যয়ে দুটি গম্বুজসহ বাউন্ডারী ওয়াল নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। ঈদগাহ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শফিউল আলম, পৌর কাউন্সিলর মোঃ আলমগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অপর্না পাল, নকশা আর্কিটেক্ট হোমের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ আলী আফজাল, কনজারভেন্সী ও প্রকৌশলী বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com