শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৭৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ জেলা নজরুল একাডেমীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। বিশেষ অতিথির ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, অধ্যক্ষ জাহানারা খাতুন ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুজ জাহের, এডিসি ফজলুল জাহিদ পাভেল, অধ্যক্ষ আলী আজগর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপাধ্যক্ষ মোঃ হারুন মিয়া, এডঃ মুরলী ধর দাস, প্রভাষক গৌতম সরকার, আমজাদ হোসেন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোজাহিদুল ইসলাম। গীতা থেকে পাঠ করেন শংকর অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমী সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আউয়াল তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ। কবিতা আবৃত্তি করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র লুৎফুর রহমান। অনুষ্ঠানে বক্তাগণ বলেন কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার উজ্জল নত্র। একজন মানুষ হিসেবে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহন করলেন আবার মারাও গেলেন। জন্ম-মৃত্যুর এই সময়ের মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে তিনি আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন। কাজী নজরুল আমাদের মাঝে অমর হয়ে রইলেন অসাম্প্রদায়িক চেতনার মানবতার কবি, মানুষের কবি হিসাবেই। কবির সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও অনেক বেশি বিচিত্র। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী মিন্টু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com