মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

মাধবপুরে এক মুক্তিযোদ্ধার হতাশা ॥ ২ বছর ধরে বিদ্যুৎ অফিসে যাওয়া-আসা করে ক্লান্ত

  • আপডেট টাইম রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ৫২০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক মুক্তিযোদ্ধা ২ বছর ধরে বিদ্যুৎ অফিসে যাওয়া-আসা করে ক্লান্ত হয়ে পড়েছেন। ৯ লাখ টাকা ব্যয়ে সরকারীভাবে ঘর নির্মাণ করে দেয়া হলেও বিদ্যুতের আলো জ্বালাতে পারবেন কি-না তা নিশ্চিত হতে পারছেন না মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মুক্তিযোদ্ধা নজীর হোসেন। তিনি হতাশ হয়ে পড়েছেন।
এ প্রতিনিধিকে হতাশা ব্যক্ত করে মুক্তিযোদ্ধা নজীর হোসেন বলেন, মাধবপুরে প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ সংযোগ দিতে বিশেষ কর্মসূচি নিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। সরকার অসহায় মুক্তিযোদ্ধা হিসেবে ৯ লাখ টাকা ব্যয়ে একটি ঘর করে দিলেও এর মধ্যে বিদ্যুতের আলো জ্বালাতে পারিনি। বিদ্যুতের আলো পেতে ২ বছর ধরে নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ে ঘুরাফেরা করে এখন ক্লান্ত হয়ে পড়েছি। বিদ্যুৎ পাব কি-না কোন নিশ্চয়তা নেই। এ ব্যাপারে নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী তপন কুমার দে বলেন, তার আবেদনটি কিভাবে আছে আমাদের জানা নেই। অবশ্যই তাকে বিদ্যুৎ দেওয়া হবে। হবিগঞ্জ পল্লী বিদ্যু সমিতির সভাপতি মিজানুর রহমান চকদার জানান, মুক্তিযোদ্ধা নজীর হোসেনের বাড়িতে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে সবরকম পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com