শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

শেখ হাসিনা নিশ্চিত করেছেন নারীর ক্ষমতায়ন ॥ এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়েছেন হবিগঞ্জ জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে বাঙালি জাতি পেয়েছিল মহান স্বাধীনতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পর বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশের। নানা পরিকল্পনার মাধ্যমে তিনি দেশকে রূপান্তরিত করতে চেয়েছিলেন উন্নত বাংলাদেশে। কিন্তু জিয়াউর রহমানের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় মহান এই নেতাকে স্বপরিবারে হত্যা করা হয়। তারা চেয়ছিল আওয়ামী লীগের নাম চিরতরে এই দেশ থেকে মুছে দিতে। কিন্তু পাকিস্তানের প্রেতাত্মাদের ষড়যন্ত্র সফল হয়নি। দীর্ঘদিন পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা’র কারণেই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টও বাংলাদেশের প্রসংশা করেন।
এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়েছে। পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অন্যান্য সময় দেশের নারীরা ছিল সকল ক্ষেত্রে অবহেলিত। কিন্তু দেশরতœ শেখ হাসিনা এসে নিশ্চিত করেছেন নারীর ক্ষমতায়ন। এ সময় তিনি দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড সকল জায়গায় তুলে ধরতে যুব মহিলা লীগের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। হবিগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন্নেছা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট তাহমিন রুবানা চৌধুরী জেনি’র পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা খানম রানী, তাহমিনা আক্তার, খালেদা আক্তার, এডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ এবং দোয়া পরিচালনা করেন জেলা ওলামা লীগ নেতা আলহাজ্ব রশিদ আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com