স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে বিকেজিসি সরকারী বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর চেয়ারম্যান মো.আব্দুল মুহিত রাসেল। মো.নাছির উদ্দিন খান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগনজ বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নোমান আহমদ, বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, মাসিক হাতিয়ার পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মাওলানা এম.হাসান আলী,হবিগঞ্জ জেলা সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী মাসুদুর রহমান, ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান ছানু, উত্তরণ লেখক ফোরাম সিলেটের সভাপতি মাওলানা ইব্রাহীম ইউসুফ, মো.আব্দুল ওয়াদুদ, মো.জুবায়ের চৌধুরী, শায়েক ইসলাম চৌধুরী, মোঃ শামীম চৌধুরী শিপু, তালুকদার রুমিন, মোঃ জামিল আহমদ প্রমূখ।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন বলেছেন, আজ যারা শিক্ষা উপকরণ নিচ্ছেন তারাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। কাজেই সকলকে জাতির কর্নধার হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরো বলেন, সমাজের দানবীর ব্যক্তিরা যদি হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের মত এগিয়ে আসলে গরীব মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে আরো অবদান রাখতে পারবে।