প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং বড়বাজার গোলচত্ত্বর বীর মুক্তিযোদ্ধা রমেশচন্দ্র পান্ডে দোলনের স্মরণে নামকরণ করার দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বড়বাজার পেছনের সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে ১ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রমেশচন্দ্র পান্ডে মুক্তিযুদ্ধের সংগঠক এবং যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। বানিয়াচংসহ হাওরাঞ্চলের বেশ কয়েকটি রাজাকারের ঘাঁটিতে আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযোদ্ধা রমেশপান্ডে। দেশ স্বাধীনের পর সামাজিক কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধা রমেশপান্ডের অবদান সর্বমহলে সমাদৃত। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবলীগ সেক্রেটারি আলমগীর মিয়া, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সাবেক সভাপতি গৌতম পান্ডে, বড়বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সেলিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কমিটির সভাপতি তানভীর হুসেন পলাশ, সেক্রেটারি অজয় দাশ, উত্তম পান্ডে, জাহেদ মিয়া, সুজন মিয়া, দিলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা হাফিজ উদ্দিন চৌধুরী, উত্তর-পশ্চিম ইউপি যুবলীগ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হুসেন, শ্রমিক লীগ নেতা জুনেদ মিয়া প্রমুখ।