শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জের ৩টি উপজেলা নির্বাচন সম্পন্ন হবিগঞ্জ সদরে সৈয়দ আহমদুল হক লাখাইয়ে মুশফিউল আলম আজাদ আজমিরীগঞ্জে আতর আলী চেয়ারম্যান

  • আপডেট টাইম সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

আমিনুল ইসলাম/আবুল কাশেম ॥ হবিগঞ্জ সদর, লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩টিতে আওয়ামীলীগ ও DSC06782 copy১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক ৪৩ হাজার ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম পেয়েছেন ৩০ হাজার ৯৩৫ ভোট, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা মাহবুবুর রহমান অউয়াল ৩৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবিদুর রহমান পেয়েছেন ৩০ হাজার ২৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেত্রী ফেরদৌস আরা বেগম ৪২ হাজার ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুন্নাহার শিমুল পেয়েছেন ৩০ হাজার ৫৪৩ ভোট। আজমিরীগঞ্জ উপজেলায় আওয়ায়ামীলীগ নেতা মোঃ আতর আলী ১৬ হাজার ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা মিছবাউদ্দিন ভূইয়া পেয়েছেন ১৩ হাজার ৪১৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা আব্দুল হাই ১৬ হাজার ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপা নেতা সাইদুল আমিন চৌধুরী শিরুল পেয়েছেন ১০ হাজার ৭২৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার ৩০ হাজার ৯৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হেনা বেগম পেয়েছেন ১২ হাজার ৮২৯ ভোট। লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা মুশফিউল আলম আজাদ ১৯ হাজার ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা আবুল হাশেম মোল্লা মাসুম পেয়েছেন ১৮ হাজার ৮৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা মুর্শেদ কামাল চৌধুরী ১৬ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমিরুল ইসলাম আলম পেয়েছেন ১৬ হাজার ২৯৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ফয়জুন্নেছা ১৯ হাজার ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বপ্না রানী আচার্য্য পেয়েছেন ১৩ হাজার ৪১১ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com