বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

কাজির বাজারে দিলাল হত্যাকান্ড আওয়ামীলীগ নেতা ছোবা মিয়ার নাম রাজনৈতিক মামলা হিসেবে স্থগিতাদেশ বাতিলের আবেদন

  • আপডেট টাইম সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কাজির বাজারে দিলাল হত্যাকান্ডের ঘটনায় হাইকোর্ট ডিভিশনের ক্রিমিনাল রিভিশন মামলা নং ২৪৪/২০১৩ স্থগিতাদেশ বাতিল ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। নিহতের ভাই খসরু মিয়া গত রোববার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিকট এ আবেদন করেন।
আবেদনে জানানো হয়, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর নবীগঞ্জের কাজির বাজারে আশিক মিয়া, আকুল মিয়া, বক্কর মিয়া, খোকন মিয়া, আব্দুল ওয়ারিদ (মঠাই), জাহারিয়ার হাতে দিলাল মিয়া নৃশংসভাবে খুন হয়। এ ঘটনায় দিলালের মা গুলনাহার বেগম নবীগঞ্জ থানায় মামলা (মামলা নং-২৭) দায়ের করিয়াছিলেন। এদিকে বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলা মামলাটি নবীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ছোবা মিয়া রাজনৈতিক ব্যক্তিদের এবং জেলা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক মামলা হিসেবে তার নাম আসামীর তালিকা থেকে প্রত্যাহার করে নেয়। খসরু মিয়া বলেন, ঘটনাটির সাথে কোন রকম রাজনৈতিক যোগসূত্র ছিল না। তাই এ মামলাটি বিচার বিভাগীয় বা সিআইডি দ্বারা তদন্ত করে আক্তার হোসেন ছোবা মিয়া নাম প্রত্যাহার সংক্রান্তপত্রের কার্যকারিতা স্থগিত করা হউক।
খসরু মিয়া আবেদনে উল্লেখ করেন, বড় বাকৈর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবার পর আক্তার হোসেন ছোবা কোন দিন পরিষদে আইন-শৃংখলা সভা করেননি। কিন্তু ১৭ সেপ্টেম্বর ঘটনার কয়েকদিন আগে ৮ সেপ্টেম্বর পরিষদে আইন-শৃংখলা সভা করেন। তাহলেই বুঝা যায় আক্তার হোসেন ছোবা মিয়ার পরিকল্পনা ও নিদের্শে দিলালকে খুন করা হয়।
অভিযোগে বলা হয়, ছোবা মিয়ার ভাই আশিক মিয়া সন্ত্রাসীদের গডফাদার। তার কাছে অবৈধ আগ্নেয়ান্ত্র রয়েছে। পুলিশ রিমান্ডে নিলে তার সত্যতা প্রকাশ পাবে। খসরু মিয়া জানান, আক্তার হোসেন ছোবা মিয়া পেশায় আদম ব্যবসায়ী। মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে বহু টাকা তিনি আত্মসাৎ করেছেন। তাছাড়া চেয়ারম্যান থাকা অবস্থায় এলজিইডি, টিআরসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত করেছেন। এমনকি প্রজেক্টের এক ঘটনায় নবীগঞ্জ উপজেলার সাবেক ইউএনও জহিরুল ইসলাম রুয়েল কে একদিন মারার জন্য উদ্ব্যত হয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com