স্টাফ রিপোর্টার ॥ লাখাইর মুড়িয়াউ গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রী অগ্নিদগ্ধ হয়েছে। তার শরীরের প্রায় ৪৫ পার্সেন্ট পুড়ে গিয়েছে বলে চিকিৎসক জানান।
জানা যায়, গতকাল দুপুরে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে স্কুলের মেরামতের কাজ করার সময় অসাধানতা বসত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন রাজমিস্ত্রী নুর উদ্দিন (২৮)। বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় অন্যান্য শ্রমিকরা দেখতে পয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত ডাক্তার ত্রিলোক কান্তি চাকমা তার চিকিৎসা দেন। তিনি জানান তার শরীরের প্রায় ৪৫ ভাগ পুড়ে গিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের ভার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। বিদু্িযৎপৃষ্ট রাজমিস্ত্রী সদর উপজেলার লস্করপুর গ্রামের ছায়েদ আলীর পুত্র।