শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

সাংবাদিক সম্মেলনে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুলবুল নবীগঞ্জবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০১৪
  • ৪৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জস্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন ইউকে এর চেয়ারম্যান মঈনুল আমিন বুলবুল বলেছেন, রাজনৈতিক অস্তিরতা ও সামাজিক অবক্ষয়ের কারণে দেশ আজ পিছিয়ে পড়েছে। প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ উপজেলায়ও এর ছোয়া লেগেছে। এ অবস্থায় প্রবাসীরা বসে থাকতে পারে না। তাই একটি আধুনিক উপজেলা গড়তে নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। তিনি বলেন, প্রবাসের আরাম আয়েশের জীবন ত্যাগ করে নবীগঞ্জবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। নির্বাচিত হলে শিক্ষা ক্ষেত্রে নবীগঞ্জকে এগিয়ে নেয়াই হবে আমার প্রধান কাজ। তিনি বলেন, প্রবাসে অবস্থান করলেও নবীগঞ্জের উন্নয়নে প্রবাসী ভাইদের সহযোগিতায় শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিনিধিদের সহযোগিতা পাচ্ছি না। আর্থিক অনুদানসহ আমাদের সহায়তার অপব্যবহার করা হয়। তাই প্রবাসীদের উৎসাহ ও নবীগঞ্জবাসীর আহ্বানে এ নির্বাচনে প্রার্থী হয়েছি। তিনি বলেন, ইতিমধ্যেই ২০/২৫ জন প্রবাসী শুধুর ইংল্যান্ড থেকে ছুটে এসেছেন আমার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। আমার লক্ষ্য একটাই নবীগঞ্জবাসীর সেবা করা। সব লোভলালসার উর্ধে উঠে নিজেকে নবীগঞ্জবাসীর সেবায় উৎসর্গ করতে চাই। প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি। তাই অর্থ-বিত্তের প্রতি লোভলালসা ত্যাগ করে নবীঞ্জবাসীকে দিতে এসেছি, নিতে নয়। তিনি বলেন, উপজেলা নির্বাচন অরাজনৈতিক স্থানীয় নির্বাচন হলেও এ নির্বাচনে দলীয় প্রভাব বিস্তারের ফলে অনেক অযোগ্য নেতৃত্ব বেরিয়ে আসতে পারে। ফলে স্থানীয় সরকার প্রতিনিধির কাংখিত সেবা থেকে জনগণ বঞ্চিত হয়। তাই দলমতের উর্ধে উঠে নির্দলীয়ভাবে নির্বাচনে প্রতিযোগিতা করছি। তারপরও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অতিমাত্রার বারাবারির কারণে সুষ্ট নির্বাচন অনুষ্টান নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তিনি ২৩ মার্চ এর নির্বাচনে তার প্রতীক ফেজ টুপি মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, নবীগঞ্জবাসীর নির্বাচিত প্রতিনিধি হিসেবে জীবনের বাকী সময়টুকু নবীগঞ্জেই কাটাতে চাই।
গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মইনুল আমিন বুলবুল উপরোক্ত কথা বলেন। এ সময় ইংল্যান্ড থেকে প্রকাশিত প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক আফজাল রব্বানী, ইংল্যান্ড প্রবাসী নুরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি লিডার ও ইনাতগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম নজরুল, প্রবাসী সাইকুল ইসলাম সেকুল, প্রবাসী সৈয়দ রুহুল আলম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com