স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে। শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় অসংখ্য গাছ ভেঙ্গে গেছে। এছাড়া কয়েকটি স্থানে বিদ্যুতের খুটি ভেঙ্গে গিয়ে বিদ্যুত বিপর্যয় ঘটেছে। মহাসড়কের উপড় গাছ ভেঙ্গে পড়ায় কয়েকঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। গত বুধবার ৭টার দিকে পুরো মাধবপুর উপজেলায় এই কালবৈশাখী আঘাত হানে। আধাঘণ্টারও বেশী সময় স্থায়ী ঝড়ের ফলে চৌমুহনী ইউনিয়নের তুলসিপুর ও শাহজাহানপুর ইউনিয়নে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এলাকাবাসী জানান। স্থানীয়রা জানান, তুলসিপুর বাজারে ১০টি দোকান ঘর এবং শাহজাহানপুরে শতাধিক কাচা ঘর-বাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে এবং হাজারো গাছ ভেঙ্গে গেছে।
পল্লী বিদ্যুত অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন স্থানে ৬টি খুটি ভেঙ্গে গেছে। এতে বিদ্যুত লাইনের তার ছিড়ে গেছে এবং কয়েকটি ট্রান্সফরমারও ক্ষতি হয়েছে। এ ব্যাপারে উপজেলা সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতি নিরূপনে তারা কাজ করছে।